স্বাবলম্বী হতে বুটিকের
প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ মহিলা
নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর, ৪ঠা অক্টোবর— হুগলীর গরলগাছা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় কৃষ্ণপুর ও গরলগাছা গ্রামের ৪০ জন মহিলা স্বাবলম্বী হয়ে উঠতে ফেবরিক ও বুটিক শাড়ির প্রশিক্ষণ নিচ্ছেন। ফেবরিকের কাজে শাড়ির উপর নানা রঙের রকমারি ডিজাইন করা এবং বুটিকের কাজে শাড়িতে সূঁচের বুননে নানা ছবি ফুটিয়ে তুলতে নিষ্ঠার সঙ্গে তালিম নিচ্ছেন মহিলারা।এখানকার আঁখি, সাগর, আলো, আশীর্বাদ, তুফান ও মা শীতলা দলের ৪০ জন মহিলা এই দু’রকমের শাড়ির ওপর কাজ শিখে ভবিষ্যতে আয়ের পথ পাবেন। মলিনা দাস, সোমা পল্লে, ফাল্গুনি কোলে, সুস্মিতা কাঁড়ার, নমিতা পল্লে, মীরা পল্লে, নীলিমা জানা, মঞ্জু মুদি, অপর্ণা মান্না ঘরের কাজ সেরে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে হাতের কাজের প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের কথায় ৬ মাস প্রশিক্ষণ নিয়ে প্রতিটি দলই মিলিতভাবে শাড়ির ব্যবসা করবে।
ইতোমধ্যেই জেলার চিকন শিল্পের বিখ্যাত স্থান বাবনান বাজারে তাঁরা যোগাযোগ করেছেন। প্রশিক্ষক বিনয়কুমার ঘোষ জানালেন, এ ধরনের শাড়ির চাহিদা রয়েছে। দামও ভালো পাওয়া যায়। তবে এই কাজের সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে হাব তৈরি করলে ভালো ফল মিলছে। এছাড়াও বিপণনের জন্য সরকারী মেলায় যাতে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত জিনিসপত্র বিক্রির সুযোগ আরো বাড়ালে এরা উপকৃত হবেন।
গরলগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাইচরণ ব্যানার্জি জানালেন, এদের স্বাবলম্বী করে তুলতে পঞ্চায়েত সবরকম সাহায্য করবে।
Source: http://ganashakti.com
No comments:
Post a Comment