Pages

Search This Blog

Thursday, October 4, 2012

ফ্যাশন ডিজাইনে গড়ে উঠুক স্বপ্নের ক্যারিয়ার (ফ্যাশন ডিজাইনে পড়ানোশা সম্পর্কে অনেক তথ্য রয়েছে)

ফ্যাশন ডিজাইনে গড়ে উঠুক স্বপ্নের ক্যারিয়ার (ফ্যাশন ডিজাইনে পড়ানোশা সম্পর্কে অনেক তথ্য রয়েছে)

- অব্যক্ত ভালোবাসা

 
পোষাক শিল্পে বাংলাদেশ এগিয়ে রয়েছে অনেকদিন থেকেই। দেশজুড়ে হাজার হাজার গার্মেন্টস, বায়িং হাউজ, ফ্যাশন হাউস আর বুটিক হাউস গড়ে ওঠার ফলে এসব খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। আর রয়েছে নানান ধরনের পেশায় ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ।

যেসব পেশার চাহিদা বেশি :পোশাক শিল্পে চাহিদাসম্পন্ন, উচ্চ আয়ের এবং যুগোপযোগী পেশা বায়িং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি। আর এসব পেশাদার শ্রেণীর চাহিদা মেটাতে দেশ ছাড়াও দেশের বাইরে থেকে যেমন দক্ষদের নিয়ে আসা হয়, তেমনি এ দেশের প্রশিক্ষণার্থীরা বাইরে গিয়ে বাইরের দেশের পোশাক শিল্পেও চাকরি করছে। তবে এর জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা করলে কেবল চাকরি নয়, নিজেই গড়ে তোলা যায় সহযোগী সব প্রতিষ্ঠান। সেক্ষেত্রে নিজেই অনেককে চাকরি দিতে পারবেন। এগুলো যথেষ্ট চ্যালেঞ্জিং, সম্মানজনক ও আকর্ষণীয় পেশা এবং এর বেতনও অন্যান্য পেশার তুলনায় অনেক বেশি।

প্রশিক্ষণ :পোশাক শিল্পে উচ্চ আয়ের চাকরির জন্যে ফ্যাশন টেকনোলজিতে কয়েক ধরনের প্রশিক্ষণ ও ডিগ্রি রয়েছে। রয়েছে ছয় মাস বা এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স, অন্যদিকে উচ্চ ডিগ্রির ক্ষেত্রে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়ার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি বিষয়গুলোর উপর অনার্স এবং এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রভৃতি ডিগ্রি। এসএসসি, এইচএসসি সম্পন্ন করে যেকোনো বয়সের শিক্ষার্থীরা ফ্যাশন বা গার্মেন্টস টেকনোলজিতে অনার্স এবং স্নাতক পাস করার পর এমবিএ ডিগ্রি নিতে পারে।

খরচ :অন্যান্য ডিগ্রি তুলনায় এসব ডিগ্রিতে খরচ একটু বেশি হলেও খুব অল্প সময়েই অর্জন করা যায় এই ডিগ্রি। ফলে জীবনের মূল্যবান সময় সাশ্রয় হয় এসব ডিগ্রি অর্জনে। আবার শিক্ষা শেষ হওয়ার আগেই খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে। ফলে নিজের পড়ালেখার খরচ নিজে কাজ করেও মেটানোর সুযোগ তৈরি হতে পারে। মেধা অনুযায়ী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়ে অনেকে নামমাত্র ব্যয়ে এসব কোর্স সম্পন্ন করতে পারে। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় প্রশাসনসহ সব বিভাগের ছাত্রছাত্রীরা এ বিষয়ে পড়তে পারবেন। সাধারণত এ জন্য খরচ হবে প্রতি ক্রেডিট ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।

চাকরির বেতন :সরকারি-বেসরকারি বা দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে চাকরি করতে গিয়ে প্রাথমিক অবস্থায় ১০ থেকে ২০ হাজার টাকা বেতন পাওয়া যায়। তবে কাজের দক্ষতা আর অভিজ্ঞতার উপর দ্রুত বাড়তে থাকে বেতন। অনেক ক্ষেত্রে ২/৩ বছরের মধ্যেই ৭০-৯৫ হাজার টাকা বেতন হয়ে যায়। সাথে বাড়ে অন্যান্য সুযোগ-সুবিধা।

তথ্যসূত্রে: দৈনিক ইত্তেফাক ও অনলাইন ঢাকা গাইড

এরকম ক্যারিয়ার, স্বাস্থ্য, রূপচর্চা, ফ্যাশন, জীবন ও জীবিকা, ঘর গৃহস্থালি সহ বিভিন্ন বিষয়ে হাজার হাজার ফিচারের এক বিরাট সংগ্রহশালা গড়ে তুলেছে অনলাইন ঢাকা গাইড ফিচার বিভাগ। ভিজিট করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।
ভিজিট করতে এখানে ক্লিক করুন

ঢাকায় অবস্থিত একাধিক ফ্যাশন ডিজাইন কোর্স প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানতে নিচের লিংকগুলো দেখুন
* ন্যাশনাল ইনষ্টিউট অফ ফ্যাশন টেকনোলজি
* এশিয়ান ফ্যাশন ইনষ্টিটিউট
* এক্সটেরিয়র ও ইন্টেরিয়রস (প্রাঃ) লিঃ
* রেডিয়েন্ট ইনষ্টিটিউট অব ডিজাইন


No comments:

Post a Comment