ইপ্সিত (IPSIT)-পুরো নাম ইনস্টিটিউট অব প্রফেশনাল স্কিলস এন্ড ইনোভেটিভ
টেকনোলজি; ২০১০ সালের ১লা জুলাই এর কার্যক্রম শুরু হয়। ব্যবসায়ী,
ব্যবস্থাপক, নির্বাহী, শিক্ষক, ছাত্রসহ সমাজের সকল পেশাজীবি এবং সববয়সীদের
জন্য বিভিন্ন ধরনের কোর্স পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
যোগাযোগ:
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল বিল্ডিং
বাড়ি: ৩৪, সড়ক-২৭ (নতুন-১৬),
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২১৬
ল্যান্ডফোন: 02-9115392, 9124108, 9145587 (Extn 114)
মোবাইল ফোন: +88-017 555 01 444
ফ্যাক্স: +88-02-9145560
ই-মেইল: ipsit@oisbd.net , info@ipsit.org
ওয়েবসাইট: http://www.ipsit.org
বিভিন্ন ধরনের ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের জন্য চারটি আলাদা ইউনিট রয়েছে প্রতিষ্ঠানটির:
- টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং এন্ড এডুকেশন ইউনিট
- রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট
- প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড এডুকেশন ইউনিট
- লাইফ স্কিল এডুকেশন ইউনিট
অবকাঠামো ও সুবিধাদি:
- ক্লাশরুম: ক্লাশরুমগুলো শীতাতপ নিয়ন্ত্রিত এবং ক্লাশরুমে মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও আলাদা অডিও ভিজ্যুয়াল ইকুইপমেন্ট রয়েছে।
- পুরো ক্যাম্পাসে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা রয়েছে।
- কম্পিউটার ল্যাব: কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত সংখ্যক উচ্চ প্রযুক্তির কম্পিউটার রয়েছে। প্রতিটি কম্পিউটারেই ইন্টারনেট সংযোগ ছাড়াও উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে। গ্রাফিক্স এবং ডাটাবেজ সফওয়্যার, HTML, C, C++, Java সহ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনুশীলনও এখান থেকেই করা সম্ভব।
- রিসোর্স সেন্টার: এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বইয়ের বিশাল সংগ্রহ ছাড়াও গবেষণাপত্র, সিডি, ডিভিডি, পত্রিকা, ম্যাগাজিন ও জার্নাল রাখা হয় এই রিসোর্স সেন্টারে। শান্ত ও নিরিবিলি পরিবেশে বসে পড়াশোনার সুযোগও রয়েছে এখানে।
- ক্যাফেটেরিয়া: ছাদে অবস্থিত ক্যাফেটেরিয়ায় দেশীয় এবং চাইনীজ খাবার, বিভিন্ন ধরনের ফাস্টফুড ও কোমল পানীয় পাওয়া যায়।
- জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা দেবার জন্য মেডিকেল সেন্টার রয়েছে।
যেসব প্রফেশনাল কোর্স রয়েছে এখানে:
- স্যাট (SAT)
- টোফেল (IELTS)
- স্পোকেন ইংলিশ
- বেসিক কম্পিউটিং
- বেসিক নেটওয়ার্কিং
- ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট
- আর্ট এন্ড ডিজাইন
- ইন্টেরিয়ার ডিজাইন
- ফ্যাশন ডিজাইন
- গ্রাফিক ডিজাইন
- ডিজিটাল ফটোগ্রাফি
- অভিনয়
- ডিরেকশন এন্ড স্ক্রিপ্ট রাইটিং
- নাচ
- অভিভাবকদের জন্য স্পোকেন ইংলিশ ও কম্পিউটিং-এ প্যাকেজ প্রোগ্রাম
এছাড়া শিক্ষার্থীদের জন্য ফলোআপ ক্লাশের ব্যবস্থা করা হয়।
এফিলিয়েশন
২০১১ সাল থেকে এডএক্সেল (Edexcel) এর এফিলিয়েশন নিয়ে বিভিন্ন কোর্স
পরিচালনা করছে ইপ্সিত। যুক্তরাজ্যের বিজনেস এন্ড এডুকেশন কাউন্সিল (1996)
সালে এডএক্সেল প্রতিষ্ঠা করে। এফিলিয়েশন দেবার ক্ষেত্রে যুক্তরাজ্যের
অন্যতম বড় প্রতিষ্ঠান হচ্ছে এডএক্সেল। ইপ্সিত, এডএক্সেলের সাথে যৌথভাবে
গ্রাফিক ডিজাইন, ফ্যাশন এন্ড ক্লথিং, সংগীত এই তিন বিষয়ে সার্টিফিকেট এবং
ডিপ্লাোমা কোর্স পরিচালনা করে।
- গ্রাফিক ডিজাইনের ওপর ৬ মাস এবং ৯ মাস মেয়াদী সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স আছে। বিজ্ঞাপন এবং গণমাধ্যম সংক্রান্ত পেশার জন্য এই কোর্সগুলো সহায়ক।
- ফ্যাশন ডিজাইনে্র ওপর ৩ মাস, ৬ মাস এবং ৯ মাস মেয়াদী সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স আছে। রপ্তানীমুখী পোশাক শিল্পে কাজ করতে এই কোর্সগুলো সহায়ক।
- সংগীতের ওপর ৬ মাস এবং ৯ মাস মেয়াদী সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স আছে। রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত প্রভৃতি শেখানো হয় এসব কোর্সে।
এসব কোর্সে ভর্তির যোগ্যতা: অন্তত এসএসসি, ও লেভেল বা সমমানের ডিগ্রী থাকতে হবে। তবে চাকুরি বা অন্য ধরনের বিশেষ অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়।
কোর্স শেষে এডএক্সেল এবং BETC সনদ দেয়া হয়। যুক্তরাজ্যসহ সারাবিশ্বের
বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্রাজুয়েট কোর্সে ভর্তি এবং চাকরির ক্ষেত্রে এই
সনদের গ্রহণযোগ্যতা রয়েছে।
ভর্তি:
ভর্তির যেকোন আবেদন www.ipsit.org
এই সাইটের মাধ্যমে করতে হয়। আর ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ
করা যেতে পারে +৮৮০১৭৫৫৫০১৪৪৪ এই নম্বরে কিংবা ই-মেইল করা যেতে পারে ipsit@oisbd.net এই ঠিকানায়।
Source: http://www.online-dhaka.com
No comments:
Post a Comment