Pages

Search This Blog

Wednesday, May 12, 2010

এসএসসির পর বুটিক হাউসের কাজ শুরু করি- তানভীন সুইটি

তারকার ভিন্ন পেশা:এসএসসির পর বুটিক হাউসের কাজ শুরু করি- তানভীন সুইটি, প্রতিষ্ঠাতা সুইটি বুটিক হাউস 
  আমি ছোটবেলা থেকেই একটু ফ্যাশনেবল। আব্বু যখনই নতুন পোশাক কিনে দিতেন, তখন ভাবতাম এই পোশাকটার ডিজাইন ভালো হয়নি, রংটাও মিলেনি_এসব। তখন থেকেই একটা স্বপ্ন ছিল নিজেই একদিন পোশাকের ডিজাইন করব। নিজের পছন্দমতো পোশাক পরিবারের সবাইকে পরাব, নিজেও পরব।
সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এসএসসি পরীক্ষার পর যে অবসর সময়টা ছিল তখন ডিজাইনের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম। আর এসএসসি পাসের পর বুটিক হাউসের কাজ শুরু করলাম। প্রথম নিজের জন্য এবং পরিবারের জন্য করলেও পরে বন্ধুবান্ধব পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রথমে বেনামেই যাত্রা শুরু করে আমার এই বুটিক হাউসটি। শেষমেশ বন্ধুবান্ধবদের পীড়াপীড়িতে এর নাম দেওয়া হয় সুইটি বুটিক হাউস।
তখন আমি সবেমাত্র মডেলিং শুরু করেছি। টুকটাক কাজ করি। কয়েক মাসের মধ্যেই আমার এই বুটিক হাউসটা বন্ধুবান্ধব এবং অত্দীয়স্বজনের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। প্রতিটি মানুষের প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো মহৎ ব্যক্তির অনুপ্রেরণা থাকে। যাকে অনুসরণ করেই মূলত মানুষ সামনের দিকে এগোয়। আমার অভিনয়জীবনের যেমন আইডল আছে। তেমনি আমার বুটিক হাউস গড়ার এবং ফ্যাশন ডিজাইনিং জীবনেও আইডল আছে। বিবি রাসেল, শাহরুখ শাহিদ_এদের কাজ আমার ভালো লাগত। জীবনে প্রথম রোজগার করেছিলাম পাঁচ হাজার টাকা। তখনো এসএসসি পরীক্ষা দিইনি। ফিলিপস কম্পানির ক্যালেন্ডারের মডেল হয়ে ওই টাকা পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই টাকার অর্ধেকও আম্মুর হাতে দিতে পারিনি। কারণ আমার বন্ধুরা ভীষণ দুষ্টু, ওরা আমাকে ভুলিয়ে ভালিয়ে অর্ধেকের বেশি টাকা দিয়ে চায়নিজ খেয়েছিল। এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। কারণ সেদিন বন্ধুরা মিলে অনেক মজা করেছিলাম। শত চেষ্টা করেও সেদিনটা কি আর ফিরে পাব?
এরপর ব্যস্ত হয়ে পড়লাম পুরোদমে, থিয়েটার স্কুলে ভর্তি হলাম। থিয়েটারে কাজ করতে শুরু করলাম, সঙ্গে মডেলিং এবং অভিনয়। ব্যস্ততার মাঝেও চালিয়ে যাচ্ছি আমার নিজের হাতেগড়া বুটিক হাউসটি। মূলত ফ্যাশন ডিজাইনটা হলো সময়ের ব্যাপার। সময় নিয়ে ধীরেসুস্থে করতে হয়_কোন সময় কোন ডিজাইনটা মানুষের মনকে আকৃষ্ট করবে, কোন রংটা দিলে ভালো লাগবে ইত্যাদি। চিন্তা করেই ডিজাইন করতে হবে। কিন্তু ইদানীং খুব একটা সময় করতে পারছি না। মাঝেমধ্যে মনে হয়, অভিনয় ও মডেলিং বাদ দিয়ে ফ্যাশন ডিজাইন নিয়েই থাকি। সময়-সুযোগ কোনোটিই হয় না। তবে ইচ্ছা আছে পুরোদস্তুর ফ্যাশন ডিজাইনার হওয়ার।