Pages

Search This Blog

Sunday, December 23, 2012

Aloha Bangladesh




























Watch this video:

গণিতরাজ্য এলোহা

গণিতরাজ্য এলোহা শিশুদের মনোবিকাশে এবং মস্তিষ্কের পরিপূর্ণ ব্যবহারে গণিতশাস্ত্র পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের শিক্ষার্থীরা গণিত শিক্ষায় এক ভীতিকর ধারণাও পরিস্থিতির মুখোমুখি হয় শৈশবে। এ ভীতি শিশুমনে এমনভাবে গেঁথে যায়, যা থেকে সে আর মুক্ত হতে পারে না। এই গণিতভীতি তার চিন্তাও সৃজন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করে। শিক্ষা ও পেশা জীবনেও এই নেতিবাচকতা পরিলক্ষিত হয়। কেননা উচ্চতর বিজ্ঞানশিক্ষায় গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতকে বলা হয় মাদার অব সায়েন্স।
পৃথিবীর উন্নত দেশসমূহে রয়েছে গণিত শিক্ষার আকর্ষণীয় ও আনন্দদায়ক নানান পদ্ধতি। এ ধরনের একটি আকর্ষণীয় পদ্ধতি হল এ্যাবাকাস পদ্ধতি। এটি একটি প্রাচীন গণকযন্ত্র। এই গণকযন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আধুনিক গণকযন্ত্র বা কম্পিউটার। তাই প্রযুক্তিনির্ভর এ আধুনিক যুগেও এ্যাবাকাস তার স্বকীয়তা হারায়নি। ফলে বাংলাদেশেও গণিত শিক্ষার জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এ্যাবাকাস পদ্ধতি।
বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ্যাবাকাসের মাধ্যমে গণিতশিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে 'এ্যাবাকাস লার্নিং অব হায়ার এরিথমেটিকস' সংক্ষেপে এলোহা। এলোহা শিশুদের জন্য পরিপূর্ণ একটি গণিতরাজ্য। তিন ধাপে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিক ধাপে শিশুদের আঙ্গুলের ব্যবহারের মাধ্যমে ছোট ছোট সংখ্যার যোগ-বিয়োগ শেখানো হয়। দ্বিতীয় স্তরে শিশুরা এ্যাবাকাসের মাধ্যমে জটিল অংকের সমাধান করতে পারে।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এলোহা দেশব্যাপী পরিচালনা করে গণিত প্রতিযোগিতা। এদেশে গণিত শিক্ষা জনপ্রিয় করার জন্য গণিত অলম্পিয়াডসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলোহা সে বিস্তৃত কার্যক্রমের একটি আশাজাগানিয়া উদ্যোগ।
Phone: 01818728407

আন্তর্জাতিক শিক্ষায় অ্যালোহা

আন্তর্জাতিক শিক্ষায় অ্যালোহা

 

অ্যালোহা বাংলাদেশে প্রথমবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এছাড়াও ‘অ্যালোহা জুনিয়র মেন্টাল অ্যারিথমেটিক’ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ঢাকার নীলক্ষেতে অবস্থিত আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। সূত্র এ তথ্য জানিয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া অ্যালোহা ইন্টারন্যাশনালের সভাপতি লোহ মুন সাঙ। তিনি জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো মানোন্নত দেশের শিক্ষার্থীদের তুলনা সমমেধা সম্পন্ন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের সাফল্যও এ কথাই প্রমাণ করে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যালোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম, ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী এবং পরিচালক শামসুদ্দীন টিপু।

ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী জানান, বাংলাদেশে অ্যালোহা ছয় বছর অতিক্রম করেছে। এ সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত মোট ১৮টি সেন্টার খুলেছে অ্যালোহা। এ কেন্দ্রগুলোতে ছয় হাজার মেধাবী শিক্ষার্থী এ অনন্য মেন্টাল অ্যারিথমেটিক প্রশিক্ষণ সুসম্পন্ন করেছে।

উল্লেখ্য, ৬ বছর আগে অ্যালোহা ঢাকায় মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। গত ৩০ এপ্রিল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় অ্যালোহা বাংলাদেশের যে সব শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

কৃতিমান শিক্ষার্থীদের উত্তরীয় প্রদান করে সম্মননা দেওয়া হয়। এ অনুষ্ঠানে অ্যালোহা বাংলাদেশ পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুদের জন্য ‘অ্যালোহা জুনিয়র মেন্টাল অ্যারিথমেটিক’ নামে আরেকটি নতুন কোর্স চালু করে। র উদ্বোধন হয়। এখানে এলোহার শিক্ষার্থীরা দর্শকদের সামনে সরাসরি তাদের নৈপুণ্য প্রদর্শন করে।

অ্যালোহা মেন্টাল অ্যারিথমেটিক কোর্সটি ছয় থেকে ১৪ বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের মেধাবিকাশে আইএসও সনদপ্রাপ্ত একটি আন্তর্জাতিক প্রোগ্রাম। এ মুহূর্তে বিশ্বের ২৫টি দেশে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী এ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছে।

Phone: 01818728407

 
 

Sunday, December 9, 2012

ফ্রি ডিজিটাল ইমেজ প্রসেসিং প্রশিক্ষণ

ফ্রি ডিজিটাল ইমেজ প্রসেসিং প্রশিক্ষণ  

ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের ওপর ফ্রি প্রশিক্ষণ (আউটসোর্সিং) দিচ্ছে আহ্ছানিয়া ই-সলিউশনস। সফটওয়্যার জানা ও ইংরেজিতে দক্ষ এমন কিছুসংখ্যক লোককে দুইমাসব্যাপী ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের ওপর বিনামূল্যে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। যোগাযোগ: ০১১৯৮০০৮৬১০।
ইনবক্স

Friday, December 7, 2012

আমাজন প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কর্মশালা

আমাজন প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং কর্মশালা

আমজান প্রোডাক্ট রিভিউ সাইট তৈরি করে এফিলিয়েট মার্কেটিং শুরু করা, পণ্য নির্বাচন, কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট রিভিউ লেখা, এসইওসহ অন্যান্য ইন্টারনেট মার্কেটিং কৌশল প্রয়োগ করে সাইট প্রমোট করার বিষয় নিয়ে এক্সপোনেন্ট আয়োজন করতে যাচ্ছে দুদিনব্যাপী কর্মশালা। আগামী ২১-২২ ডিসেম্বর চট্টগ্রাম এবং ১৮-১৯ জানুয়ারি, ২০১৩ ঢাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিলে শুরু থেকে প্রোডাক্ট রিভিউ সাইট তৈরির বিভিন্ন পর্যায় আয়ত্ত করে একটি সফল নিশ প্রোডাক্ট রিভিউসাইট তৈরি শুরু করতে পারবে। বর্তমানে বিশেষ ছাড়ে রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানা যাবে http://www.xponentacademy.com/297 ঠিকানায়।

ছুটির দিনে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

ছুটির দিনে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

ওয়েব ডেভেলপার, ফটোগ্রাফার, আর্কিটেক্ট, অনলাইন মার্কেটিং এক্সপার্ট অথবা ফ্রিল্যান্সার যাই হোক না কেন, গ্রাফিক্স ডিজাইনের ওপর দক্ষতা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারে। তাছাড়া সুন্দর প্রেজেন্টেশন তৈরির জন্য গ্রাফিক্স ডিজাইনে দখল থাকা জরুরি। তাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ছুটির দিনে আগামী শুক্রবার আয়োজন করেছে দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন কর্মশালা। এতে ওয়েব টেমপ্লেট, আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ক্লিপিং পাথ, ইমেজ রি-টাচ্ প্রভৃতি আয়ত্তে আনার কৌশল শেখানো হবে। তাছাড়া কীভাবে সহজে ভালো ডিজাইনার হওয়া যায়, ডিজাইনারের গুণাবলী, ডিজাইন গ্রহণযোগ্যতা পায় কীভাবে, বিষয়ের ওপর ভিত্তি করে কীভাবে কালার, পিকচার ও টেক্সট সমন্বয় করা যায় প্রভৃতি শেখানো হবে এই কর্মশালায়। অংশগ্রহণের জন্য বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। যোগাযোগ : ক্রিয়েটিভ আইটি লি., অর্কিড প্লাজা (৬ষ্ঠ তলা), হাউস-২, রোড-২৮ (পুরনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ফোন : ০১৬১৪ ১৩৪৪২৪

Tuesday, December 4, 2012

আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ

আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ

 -টিউন করেছেন : |

কেমন আছেন? আপনাদের সকল কে একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের টিউন। সব সময় প্রোগ্রামিং নিয়ে টিউন করায় আজ আমি আপনাদের কাছে একটু ভিন্ন ধারার টিউন করছি। জানি না কত টুকু ভাল লাগাতে পারবো ,তবে চেষ্টা থাকবে পুরোটাই।
আমাদের অনেকের খুব ইচ্ছা ভালো একজন প্রোগ্রামার হব বা একজন ওয়েব ডেভেলপার হব অথবা একজন আইটি বিশেষজ্ঞ হব। কিন্তু মনে করি এই জগত টা অনেক কঠিন এবং আমাকে দিয়ে হবে না। আসলেই কি তাই?? মোটেই না।
আপনি যদি সত্যি নিজেকে আইটি জগতে একজন সফল ব্যক্তি হিসেবে দাড় করাতে চান তবে প্রথমেই দরকার প্রবল ইচ্ছা এবং নিষ্ঠা। যদি আপনার মধ্যে এগুলো কে ভালো ভাবে লালন করতে পারেন তবে আপনি আইটি জগতে নিজেকে মেলে ধরতে পারবেন, এটা ১০০% গ্যারান্টি।
আসুন প্রোগ্রামিং এর কথায় । আমরা যখন প্রোগ্রামিং করতে যাই তখন প্রোগ্রামিং না হলে তখন ভাবি,"এটা দুনিয়ার কঠিন বিষয়, আমাকে দিয়ে হবে না"। আর তাহলেই আপনি হেরে গেলেন। প্রোগ্রামিং মানেই পরিশ্রম ,আর পরিশ্রম মানেই সফলতা। তাই আপনাকে একজন ভালো প্রোগ্রামার হতে হলে প্রথমেই ধৈর্য্যশীল হতে হবে।
জানিনা বিশ্বাস করবেন কি না -আজ থেকে অনেক বছর আগে আমার সামান্য সি প্রোগ্রামিং মিলাতে পুরো একদিন সময় লেগেছিল। আর আমাকে সাহায্য করার মত কোন বন্ধু/স্যার ছিল না। আমি যার কাছে পড়তাম তিনি ছিলেন ইন্ডিয়া তে। আর আমার বন্ধু রা ছিল স্বার্থপর টাইপ এর। তারপর আমার জিদ চাপে আমি কারো সহযোগীতা ছাড়াই ভালো প্রোগ্রামার হব।আল্লাহ এর রহমতে এখন আমি অনেক দূর পর্যন্ত পৌছেছি। এখন নিজের একটি ছোট আইটি ফার্ম আছে।প্রোগ্রামিং প্লাটফর্ম থেকে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কোন কষ্ট সাধ্য ব্যাপার না।চেষ্টা করে দেখুন পারবেন। আমরা বাঙ্গালী,আমরা সব জাতির উর্ধে। তাই চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ।
এখন আসি ওয়েব ডেভেলপিং এর কথায়। আমি বিশ্বাস করি যে কেউ এই বিষয়ে দক্ষ হতে পারে। তবে তাকে একটূ ক্রিয়েটিভ হতে হবে। আর সব চাইতে কম সময়ে আইটি এর সাগরে একজন দক্ষ নাবিক হিসেবে নিজেকে মেলে ধরার জন্য এটা একটা ভালো প্লাটফর্ম।
অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।আশা করি হাল ছাড়বেন না। দেখবেন আপনি সফল হবেন ই হবেন।ইনশাআল্লাহ। আল্লাহ পরিশ্রমী কে ভালোবাসেন। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা।আমি আপনাদের পাশে সব সময় আছি। আর আমার আইটি ফার্ম এর সাইট টা একটু ঘুরে আসেন সময় হলে http://www.global-itbd.com